ভারতে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ

সিলেট মিরর ডেস্ক


মে ০৫, ২০২১
০৫:৫২ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২১
০৫:৫২ অপরাহ্ন



ভারতে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ

করোনার দ্বিতীয় ঢেউ এখনো সামলাতে পারেনি ভারত। এরই মধ্যে নতুন আশঙ্কার কথা শোনালেন ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (এমস) এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। 

সংক্রমণে বিপর্যস্ত ভারতবাসীকে তাঁর বার্তা, অদূর ভবিষ্যতেই তৃতীয় ঢেউ আসতে পারে দেশে।

মঙ্গলবার আনন্দবাজার সূত্রে জানা যায়, করোনা সংক্রমণে স্বল্প সময়ের লকডাউনে কাজ হবে না। সংক্রমণের কমাতে দীর্ঘকালীন লকডাউনের পথে হাঁটতে হতে পারে বলে মনে করেন রণদীপ গুলেরিয়া।

তিনি বলেন, তিনটি বিষয়ে আমাদের নজর দেয়া উচিত। প্রথমত, হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দিতে হবে। 

দ্বিতীয়ত, সংক্রমণ ঠেকাতে অতিসক্রিয়তা দেখাতে হবে। তৃতীয়ত, টিকাকরণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। অক্সিজেন সরবরাহের মতো আপদকালীন বিষয়গুলিতে আরো গুরুত্ব দেয়ার কথাও বলেছেন তিনি।

দীর্ঘমেয়াদী পূর্ণ লকডাউন জারি করার আগে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়ের বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন এমস প্রধান। 

পাশাপাশি, মানুষের জীবিকা এবং অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই গুলেরিয়া সতর্ক করেছিলেন, করোনার ভারতীয় প্রজাতি অন্যগুলির চেয়ে বেশি ভয়ঙ্কর। 

শুধুমাত্র দ্রুত হারে সংক্রমণ ছড়ানো নয়, ভাইরাসের ভারতীয় রূপ ক্ষেত্র বিশেষে বেশি বিপদজনক বলেও দাবি করেছিলেন তিনি।

বি এন-০৫