বাড়বে ঝড়-বৃষ্টি-বজ্রপাত, কমবে তাপমাত্রা

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২১
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
০৪:১০ পূর্বাহ্ন



বাড়বে ঝড়-বৃষ্টি-বজ্রপাত, কমবে তাপমাত্রা

দীর্ঘ তাপদাহর পর বৈশাখের শেষ সময়ে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে স্বস্তির বৃষ্টি। কমতে শুরু করেছে তাপমাত্র। এবার লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আরও কমবে তাপমাত্রা।

শুক্রবার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে উল্লেখ করে পূর্বাভাসে আগামী তিন দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানানো হয়েছে।

আরসি-০৩