মংলা বন্দরের কাছাকাছি মেট্রোরেলের আরও ৬ বগি

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২১
১১:৫০ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
১১:৫০ অপরাহ্ন



মংলা বন্দরের কাছাকাছি মেট্রোরেলের আরও ৬ বগি

মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে মংলা বন্দরে আসছে জাহাজ ‘এমভি ওশান গ্রেস’। জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরও ছয়টি বগি নিয়ে আগামীকাল রবিবার (৯ মে) বিকেলে মংলা বন্দরের জেটিতে ভিড়বে এই জাহাজ।

মংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব কামরুজ্জামান মুন্সি বলেন, ‘মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে ওই জাহাজ বন্দরের ফেয়ার ওয়ে বয়া এলাকায় অবস্থান করছে।’

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান জানান, ‘এবারও মেট্রো রেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আসবে। যার ওজন ২৬৭ টন।’

এর আগে ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে ‘এসপিএম ব্যাংকক’ নামক বিদেশি জাহাজ। ওই সময় বন্দরে খালাস হওয়া ছয়টি বগি এরই মধ্যে নদী পথে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে পৌঁছেছে।

রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 

এএফ/০২