কমলগঞ্জ প্রতিনিধি
মে ১৯, ২০২১
০১:৫১ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২১
০১:৫১ পূর্বাহ্ন
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে টানা ৫ ঘণ্টা সচিবালয়ে আটকে রেখে হেনস্তা, শারীরিক নির্যাতন ও পরে 'মিথ্যা' মামলায় আসামি করে কারাগারে প্রেরণের ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষে নিন্দা জানানো হয়েছে।
এ ঘটনায় মফস্বল সাংবাদিক ফোরাম কমলগঞ্জের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ শাখার সভাপতি বিশ্বজিৎ রায় যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার (১৯ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় কমলগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে সকল সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালনসহ প্রতিবাদ সমাবেশ করা হবে।
এসডি/আরআর-০৭