ক্রীড়া প্রতিবেদক
জুন ১৩, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
ব্রাজিলের প্রথম গোলদাতা মার্কিনিয়োসকে নিয়ে সতীর্থদের উদযাপন।
ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল ব্রাজিল।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় রবিবার রাতে উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ‘এ’ গ্রুপের ম্যাচে মার্কিনিয়োস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে জালের দেখা পান গাব্রিয়েল বারবোসা।
অনেক বাধা-বিপত্তি কাটিয়ে রবিবার দিবাগত রাতে মাঠে গড়ায় দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। দেশে করোনাভাইরাসের নাজুক পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে ছিলেন নেইমার-কাসেমিরোরা। তবে মাঠের লড়াই শুরুর পর তারা খেলেছেন নিজেদের সর্বোচ্চটা দিয়েই।
করোনাভাইরাসে আক্রান্ত আট খেলোয়াড়সহ ভেনেজুয়েলা দলের ১৩ জন। প্রথম পছন্দের সাত জন খেলোয়াড় ছাড়া খেলতে নেমে ব্রাজিলকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি দলটি।
দেশের মাটিতে কোপা আমেরিকার ম্যাচে এ নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ১৯৭৫ সালে পেরুর বিপক্ষে শেষ হেরেছিল তারা।
এএন/০৪