শুক্রবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


জুন ১৮, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন



শুক্রবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরী মেরামত কাজের জন্য শুক্রবার (১৮ জুন) সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

জানা গেছে, সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশন-২ এর জরুরী মেরামতের কাজ শুক্রবার (১৮ জুন) সকালে শুরু হবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন দপ্তরের শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এলাকাগুলোতে শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কীন ব্রীজ, নবাব রোড ও ওসমানী মেডিক্যাল ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী বস্তি, সুবিদ বাজার (আংশিক)।

বিএ-১০