সিলেট মিরর ডেস্ক
জুন ২২, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২২, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নে গণসংযোগ করেছেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী। সোমবার (২১ জুন) তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ভোট মানুষের মৌলিক অধিকার, পবিত্র আমানত। এই অধিকার প্রতিষ্ঠা করতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বাসীর প্রতি আহŸান জানান তিনি।
তিনি বলেন, ব্যক্তিগত জীবনে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। যতদিন বেঁচে আছি এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই। আপনারদের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের পবিত্র ভোটে নির্বাচিত হলে মাঠি ও মানুষের উন্নয়নে কাজ করব।’
তিনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। এসময় তার সঙ্গে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএ-০৩