রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের পুরস্কার বিতরণ

বিয়ানীবাজার প্রতিনিধি


জুন ২৩, ২০২১
১১:১০ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২১
১১:১০ অপরাহ্ন



রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের পুরস্কার বিতরণ

রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) শহীদ আহমদ চৌধুরী বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্বে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। যে কোনো দুর্যোগময় মুহূর্তে রোটারিয়ানরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের জীবনমান উন্নয়নের জন্য রোটারিয়ানরা অসহায় মানুষকে সহায়তা প্রদান করছেন।

মঙ্গলবার (২২ জুন) রাতে সিলেটের বিয়ানীবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের অ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি ২০২০-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানবকল্যাণে কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। এ কাজ করতে হলে ভালো মনের অধিকারী হতে হয়। চিত্ত ও বিত্তের প্রয়োজন হয়।

রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রশংসা করে তিনি বলেন, রোটারি জেলা ৩২৮২ এর মধ্যে দু-তিনটে ক্লাবের মধ্যে স্থান করে নিয়েছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার। 

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এমরান হোসেনের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ক্লাবের অনারারি মেম্বার ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র রোটারিয়ান মো. আব্দুস শুকুর, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট ডা. জাকারিয়া হুসাইন, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি কফিল উদ্দিন, ঢাকা ডাউনটাউন ক্লাবের পিপি রোটারিয়ান আব্দুল হান্নান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুল মতিন, পিপি রোটারিয়ান সালেহ আহমদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. আলাল উদ্দিন, আইপিপি রোটারিয়ান কামাল হোসেন, প্রেসিডেন্ট মিনি রোটারিয়ান ফয়জুল ইসলাম সুজেল ও সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান আব্দুল মান্নান মিন্টু। 

অনুষ্ঠানে সমাজে বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য বিয়ানীবাজারে ৯ জন গুণী ব্যক্তিদের ভকেশনাল অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রোটারিয়ানরা ক্লাবে বিশেষ অবদান রাখার জন্য এবং যারা ক্লাবকে বিভিন্নভাবে সহয়োগিতা করেছেন তাদেরকে ক্লাব প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা প্রদান করা হয়।


এসএ/আরআর-০৭