নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২১
০৬:২১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২১
০৭:২৬ পূর্বাহ্ন
সিলেটের প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৫ জুন) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা ধরা পড়ে। বর্তমানে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মিরর-কে এই তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
তিনি জানান, কয়েকদিন আগে গুণী এই চিত্রশিল্পী পরিবারের সঙ্গে হবিগঞ্জ সফর করেছিলেন। সেখান থেকেই এই ভাইরাসে সংক্রমিত হতে পারেন বলে ধারণা করছেন তাঁর স্বজনরা।
রজত কান্তি বলেন, বর্ষীয়ান এই চিত্রশিল্পী এমনিতেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তাছাড়া তাঁর কিডনিতে সমস্যা রয়েছে। চিকিৎসকদের আমরা বিষয়টি জানালে তারা আলাদাভাবে নজরে রাখছেন তাঁকে। হাসপাতালটির সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা এই চিত্রশিল্পীর অক্সিজেন ৯০ আছে। ফলে এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলা যায়।
অরবিন্দ দাশগুপ্তের দ্রুত আরোগ্য কামনায় স্বজনরা সবার প্রার্থনা কামনা করেছেন বলেও জানান তিনি।
আরসি-০৪