খাদিমনগরে ঘুমের ওষুধ খাইয়ে মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক


জুন ২৭, ২০২১
০৭:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২১
০৭:১৫ পূর্বাহ্ন



খাদিমনগরে ঘুমের ওষুধ খাইয়ে মালামাল লুট
# অসুস্থ পাঁচজনকে হাসপাতালে ভর্তি

সিলেটে চেতনানাশক ওষুধ খাইয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে খাদিমনগর ইউনিয়নের ভাটা এলাকায় এই ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত দশটার দিকে ভাটা এলাকার রাজু আহমদের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজু আহমদের প্রতিবেশীরা তাদের দরজা-জানালা বন্ধ দেখে এবং তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করেন। ডাকাডাকির অনেকক্ষণ পর রাজু আহমদ ভারসাম্যহীনভাবে দরজা খুলেন। এ সময় তার প্রতিবেশীরা ঘরে ঢুকে জিনিষপত্র এলোমেলো এবং রান্না ঘরের এক্সহাস্ট ফ্যানের জায়গা ভাঙ্গা দেখতে পান। পরে বাসার অন্য সদস্যদেরও ডাকতে গিয়ে সবাইকে প্রায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে অসুস্থ অবস্থায় পরিবারের পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পুলিশ ও পরিবারের সদস্যরাও সন্দেহ করছেন রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রান্না ঘরের এক্সহাস্ট ফ্যানের জায়গা ভেঙ্গে এই লুটপাটের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির সিলেট মিররকে বলেন, ‘পরিবারের সদস্যরা রাতের খাবার গ্রহণ শেষে ঘুমিয়ে পড়ার পর অচেতন হয়ে যান। এরপর তারা আর কিছু বুঝতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করছি রান্না ঘরের জানালা দিয়ে রাতের খাবারের সঙ্গে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। কারণ বাসাটির আশেপাশে অনেক খালি জায়গা রয়েছে।’

তিনি ঘটনাস্থলে রয়েছেন জানিয়ে শনিবার রাত ৯টায় বলেন, ‘পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। বাসা থেকে কিছু টাকা ও একটি কানের দোল মিসিং হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরসি-০৫