নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২১
০৫:২২ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২১
০৫:২২ অপরাহ্ন
ঢাকার সঙ্গে সারাদেশের বাস ও ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় বিমানে যাত্রী চাপ বেড়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের বিমানে সবক'টি আসন পূর্ণ করেই উড়াল দিচ্ছে উড়োজাহাজ। চাহিদা বাড়ায় বিমান ভাড়াও বেড়েছে।
সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার সিলেট থেকে ৭ টি ফ্লাইট সিলেট থেকে ঢাকায় উড়ার কথা। এর মধ্যে বিমান বাংলাদেশ ২টি, ইউএস বাংলার ৩টি এবং নভোএয়ারের ২টি।
এরই মধ্যে বিকেল সোয়া ৫টা পর্যন্ত ৫ টি ফ্লাইট সিলেট বিমানবন্দর চেড়ে গেছে। আরও দুইটি ফ্লাইট সন্ধার পর সিলেট ছাড়বে।
সকাল ১১ টা ৪০ মিনিটে নভোএয়ারের ঢাকায় যাওয়া দক্ষিণ সুরমার ইমা জানান, জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হচ্ছে। গাড়ি না পেয়ে তিনি বিমানের টিকিটের জন্য চেষ্টা করেন। প্রথমে হতাশ হয়েছিলেন, পরে তার বড় ভাইয়ের সহযোগিতায় টিকিট পেয়েছেন। দামও চড়া।
তিনি আরও জানান, ৭০ আসনের বিমানে কোনো সিট খালি ছিল না। এ চিত্র অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা।
বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ বিমানযোগে ঢাকা গেছেন দক্ষিণ সুনামগঞ্জের মিনহাজ জানান, সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় তিনি তড়িঘড়ি করে কর্মস্থলে যাচ্ছেন। এই সময়ে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানো দরকার বলে মনে করেন তিনি।
সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ বলেন, 'এই সময়ে বিমানে যাত্রী চাপ বাড়াটাই স্বাভাবিক। আমরা যাত্রীদের যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করছি।'
ফ্লাইট বাড়ানো বা লকডাউনের সময় ফ্লাইট বন্ধ হবে কিনা- এ বিষয়ে তিনি বলেন, 'এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সিদ্ধান্ত। এমন কিছু হলে ঢাকা থেকে জানানো হবে।'
এসএইচ/আরসি-১২