নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২১
১১:৪২ অপরাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২১
১১:৪২ অপরাহ্ন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও পরিবেশনের দায়ে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ভোজনবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৮ জুন) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম উদ্দিন।
অভিযানে শেষে তিনি জানান, নগরের জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টে সোমবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএ-০১