জকিগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি


জুন ২৯, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন



জকিগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ

সীমিত পরিসরে লকডাউনের বিশেষ নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে সিলেটের জকিগঞ্জ থানার পুলিশ। সোমবার (২৮ জুন) সকাল থেকে পৌরসভা, শাহগলী বাজার ও কালিগঞ্জে পুলিশ চেকপোস্ট গাড়ি চলাচলে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। এছাড়া জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের নেতৃত্বে থানার ওসি আবুল কাসেম পুলিশ নিয়ে মহড়া চালু রেখেছেন।

সোমবার পুলিশকে জকিগঞ্জের বিভিন্ন স্থানে মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করতে দেখা গেছে। মহামারী করোনা থেকে শিশুদের রক্ষায় ও সচেতনতা সৃষ্টির জন্য শিশুদেরকেও মাস্ক দিয়ে সচেতন থাকার পরামর্শ দেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এবং ওসি আবুল কাসেম।

এদিকে লকডাউনে ছোট গাড়ি মাঝে-মধ্যে চলাচল করলেও যাত্রীদের সংখ্যা অনেকটা কম। ব্যবসায়ীদের চোখে-মুখে হতাশার ছাপ দেখা গেছে। সীমিত পরিসরে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকলেও নেই ক্রেতা। দিনমজুর লোকজনের মাঝেও হাহাকার আর হাহাকার। স্বল্প আয়ের লোকজন জীবিকা নির্বাহ করা নিয়ে মারাত্মক চিন্তায় পড়েছেন।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, লকডাউন বাস্তবায়নে জকিগঞ্জ শহর, সোনাসার ও শাহগলী বাজারে চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন বাস্তবায়নে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিভিন্ন স্থানে কাজ করছে। সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনামতে জরুরি সেবা, পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের মাধ্যমে এ লকডাউন বাস্তবায়ন করা হবে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানিয়েছেন, সীমিত লকডাউনে তেমন কড়াকড়ি না থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে কোনোভাবেই কেউ সরকারের নির্দেশনা লঙ্ঘন করতে পারবে না। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আর্মি, পুলিশ ও বিজিবি এক সঙ্গে সংক্রমণ রোধে মাঠে কাজ করবে। সবমিলিয়ে লকডাউন বাস্তবায়নে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক ও কঠোর প্রস্তুতি রয়েছে।


ওএফ/আরআর-১৭