কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ০১, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২১
০৯:৪৫ অপরাহ্ন
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, সেনা, বিজিবি ও পুলিশ বাহিনী। তাই উপজেলাজুড়ে অনেকটা ফাঁকা অবস্থা দেখা গেছে। সেই সঙ্গে প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে উপজেলার তেলিখাল বাজার, থানা সদর বাজার ও টুকের বাজার এলাকায় প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যায়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে আসা মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এমকে/আরআর-০২