জকিগঞ্জ প্রতিনিধি
জুলাই ০২, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন
করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণরোধে সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে সিলেটের জকিগঞ্জের রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। যান চলাচল ছিল হাতেগোনা। দোকানপাটও তেমন খোলেনি। এমনই চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন স্থানে।
বৃহস্পতিবার (১ জুলাই) পৌর শহরসহ উপজেলার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ও চেকপোস্ট দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মানায় দোকান মালিক ও পথচারীদের বিরুদ্ধে মোট ১২টি মামলা করে জরিমানা আদায় করা হয়েছে ১৪ হাজার ৯ টাকা। উপজেলার বিভিন্ন সড়কে দিনভরই অল্প কিছু রিকশা, ছোট গাড়ি ও সাইকেল চলতে দেখা গেছে। তবে বড় কোনো গণপরিবহন চলেনি। সকালের দিকে শহরের মোড়ে মোড়ে কিছু রিকশা দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও যাত্রীর দেখা পাননি চালকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার সকালে বিজিবি ও পুলিশ সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানার দায়ে দোকান মালিক ও পথচারীদের কাছ থেকে ৩টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ সঙ্গে নিয়ে আরও ৯টি মামলায় মোট ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করে আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস জানিয়েছেন, লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন কঠোরভাবে কাজ করে যাচ্ছে। কোনোভাবেই কেউ সরকারের নির্দেশনা অমান্য করতে পারবে না।
ওএফ/আরআর-২১