বিশ্বনাথ প্রতিনিধি
জুলাই ০৪, ২০২১
১১:১৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২১
১১:১৬ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকাস্থ সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রাজপুর গ্রামের মৃত জয়দুল্লার ছেলে।
রবিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সুরমা নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিক খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
সুরমা নদী থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার লামাকাজী এলাকাস্থ সুরমা নদীতে নৌকার উপরে বসে আব্দুল মালেকসহ কয়েকজন জুয়া খেলছিলেন। এ সময় গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করেন। গ্রামবাসী বেরিয়ে এলে অন্যরা নদীতে সাঁতার কেটে পালিয়ে গেলেও আব্দুল মালেক পানিতে তলিয়ে মারা যান।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এমএ/আরআর-০৪