করোনায় প্রাণ গেল সুনামগঞ্জের তরুণ রাজনীতিক ভাষার

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৪, ২০২১
১১:৪৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২১
০১:১০ পূর্বাহ্ন



করোনায় প্রাণ গেল সুনামগঞ্জের তরুণ রাজনীতিক ভাষার

করোনা আক্রান্ত হয়ে সুনামগঞ্জের তরুণ রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজ রেহনুমা ভাষা মারা গেছেন। আজ বুধবার (১৪ জুলাই) ভোরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান৷ 

অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক এমপি ও সুনামগঞ্জের বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানার বড় মেয়ে ছিলেন। 

আইনজীবি ভাষা তরুণ রাজনীতি,  সমাজসেবী ও মানবিক কল্যানে জড়িত ছিল। তিনি সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ সুনামগঞ্জ সুমিতির সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপক জরজেছুর রহমান সিলেট মিররকে বলেন, 'বুধবার দিবাগত রাত ২ টায় তাকে মাউন্ট এডোরা হাসপাতাল থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারক যান।'

তিনি আরও বলেন, 'গত ৭ জুলাই থেকে তিনি করোনা আক্রান্ত হয়ে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সন্তানসম্ভবাও ছিলেন।'

এনএইচ/আরসি-১৬