গোয়াইনঘাটে উপহার পেল শতাধিক মুক্তিযোদ্ধা পরিবার

গোয়াইনঘাট প্রতিনিধি


জুলাই ১৫, ২০২১
১১:৩০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২১
১১:৩০ অপরাহ্ন



গোয়াইনঘাটে উপহার পেল শতাধিক মুক্তিযোদ্ধা পরিবার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার শতাধিক অসহায় ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ঈদ উপহার বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ। 

ঈদ উপহারের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, চিনিসহ ১০ কেজি ওজনের প্যাকেট।


এমএম/আরআর-০৮