ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৬, ২০২১
০৮:১৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
০৮:৩১ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ উপজেলায় করোনায় ২৫ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলোশনে চিকিৎসা নিচ্ছেন।
ফেঞ্চুগঞ্জ হাসপাতাল পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার (১০ জুলাই) করোনার পরীক্ষার জন্য স্যাম্পল পাঠালে ৫৯ জনের মধ্যে ২৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এছাড়া হাসপাতালের পিসিআর ল্যাবে প্রতিদিনের পরীক্ষায় পজেটিভ রোগী পাওয়া যায়। সূত্র আরো জানায় সবাই পরীক্ষা করলে অবস্থা ভয়াবহ হতে পারে।
নাম প্রকাশ না করে হাসপাতালের ইপিআই টেকনেশিয়ান বলেন, ‘ফেঞ্চুগঞ্জের অবস্থা ভয়াবহ। পরীক্ষা করলে শতকরা পঞ্চাশ জনের পজেটিভ আসবে।তাই সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। নয়তো পরিনতি ভয়ানক হবে।’
ফেঞ্চুগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান কে হাসপাতালে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেন নি।
এস এ/বি এন-০৪