ঈদের দিনও শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভিড়

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২১, ২০২১
০২:৩৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২১
০২:৩৯ অপরাহ্ন



ঈদের দিনও শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভিড়

সারাদেশে পালিত হচ্ছে ঈদ-উল-আযহা। তবে আজ বুধবার (২১ জুলাই) ঈদের দিনও সিলেটে করোনা পরীক্ষা করার জন্য শামসুদ্দিন আহমদ হাসপাতালে মানুষকে ভিড় করতে দেখা যায়। 

দুপুর ১২ টার দিকে সিলেট করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গিয়ে দেখা যায়, নানা বয়সী মানুষ করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসেছেন। তবে স্বাভাবিক দিনের চেয়ে ঈদের দিন মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। পরীক্ষা করাতে কেউ কেউ এসেছেন সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে, কেউ আবার বিভিন্ন উপজেলা থেকেও এসেছেন। ঈদের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বন্ধ থাকায় তারা এখানে এসেছেন বলে জানান। 

নগরের নয়াসড়ক এলাকার ইসমাইল হোসেন বলেন, ‘কয়েকদিন থেকে জ্বর কাশিতে ভুগছি। গতকাল চিকিৎসকের কাছে গেলে তিনি দ্রুত পরীক্ষা করাতে বলেন। তাই ঈদের দিন টেস্ট করাতে চলে এসেছি।’

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ল্যাব ইনচার্জ বেণু ভূষণ দাস সিলেট মিররকে বলেন, ‘দুপুর পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য ৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে।’

এনএইচ/বিএ-০১