সিলেটে পশু জবাই ও মাংস কাটতে গিয়ে ৩২ জন আহত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২১, ২০২১
০৪:০৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২১
০৪:৩৯ অপরাহ্ন



সিলেটে পশু জবাই ও মাংস কাটতে গিয়ে ৩২ জন আহত

কোরবানির পশু জবাই করাসহ মাংস কাটতে গিয়ে সিলেটের বিভিন্ন স্থানে ৩২ মানুষ আহত হয়েছেন। 

বুধবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

আহতদের বেশিরভাগেরই হাত-পায়ের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যেককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ঈদুল আজহা উপলক্ষে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য পশু জবাই করা হয়েছে। এতে মৌসুমি কসাই এবং কোরবানি দেওয়া পরিবারের সদস্যদের পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে পশু জবাই ও মাংস কাটতে গিয়ে তাদের কারও হাতে কারও পায়ে ছুরির পোঁচ লেগে কেটে যায়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ সিনহা সিলেট মিররকে বলেন, ‌‘আহতদের মধ্যে বেশিরভাগই জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে ৭-৮ জনের ক্ষত গভীর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগের হাতে ও পায়ে ক্ষত বেশি।’

এনএইচ/বিএ-০৩