ঈদের দিনে রোগীদের পাশে পিঠা নিয়ে মানবিক টিম

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২১, ২০২১
০৫:৩৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২১
০৫:৩৬ অপরাহ্ন



ঈদের দিনে রোগীদের পাশে পিঠা নিয়ে মানবিক টিম

পিঠা হাতে ঈদের দিনে ওসমানী হাসপাতাল প্রাঙ্গণে মানবিক টিমের সদস্যরা।

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগীদের জন্য ঈদের দিনে পিঠা বিতরণ করেছে 'মানবিক টিম'।

আজ বুধবার (২১ জুলাই) ঈদের দিন বেলা ১ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিঠা বিতরণ করা হয়। 

হাসপাতালে থাকা রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ঈদের পিঠা ও সেমাই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠননের সংশ্লিষ্টরা। 

পিঠা বিতরণকালে উপস্থিত ছিলেন মানবিক টিমের প্রধান সমন্বয়ক সিলেট মহানগর পুলিশের নায়েক সফি আহমদ, মানবিক টিমের সহ- সমন্বয়ক মুক্তার হোসেন মান্না, রবিউল ইসলাম রবি, মুহিবুর রহমান শোয়েব,সিলেট মহানগর পুলিশের সদস্য শাহিনা রিপা, মুক্তার হোসেন রাসেল, এইচ এম ইমরান। 

ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে দলে প্রধান সমন্বয়ক সফি আহমেদ বলেন, 'করোনার এই মহামারীতে ঈদের আনন্দকে ভাগাভাগি করা ও কোভিড আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারের মনোবল বৃদ্ধির জন্য আমাদের এই আয়োজন।'

তিনি আরও বলেন, 'আমরা কোভিড আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সার্ভিস, অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা সেবাসহ নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখেছি।'

মুক্তার হোসেন মান্না বলেন, 'রোগীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের আগের দিন সারারাত ঘরোয়া পরিবেশে নিজ হাতে আমরা রোগীদের জন্য পিঠা বানাই এবং তা ঈদের দিন বিতরণ করি।'

এনএইচ-০১/এএফ-০১