ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে করোনা ভাইরাসের কোভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহ ও সুস্থদের প্রতিবেদন প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২৬ জুলাই) পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানায়। হাসপাতাল পরিসংখ্যান বিভাগ সূত্রে জানাযায় গত বছর ৯ জুন থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল কালেকশন শুরু হয়।
সেই থেকে ২৬ জুলাই ২০২১ পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ৯০৬৪ জনের স্যাম্পল কালেকশন করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৬২ জনের শরিরে করোনার উপসর্গ পাওয়া যায়।আক্রান্ত ব্যাক্তিরা বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হন। তার মধ্যে ৭৫ জন আইসোলেশনে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর পুরুষ ৫৫ জন নারী ২০ জন।
মোট সুস্থ হয়েছেন ৩৭৭ জন এর মধ্যে পুরুষ ২৮১ জন নারী ৯৬ জন রয়েছেন। পরিসংখ্যান বিভাগের হিসাব মতে পর্যন্ত মারা গেছেন ১০ জন তার মধ্যে পুরুষ ৮ জন নারী ২ জন।
তবে অনেকেই বলছেন উপজেলায় আক্রান্ত সুস্থ ও মৃত্যু তার চেয়ে আর অনেক বেশি।যার সঠিক হিসাব কারো কাছে নেই। এবং আক্রান্ত পরিবার তা প্রকাশ করেনি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালের ইপিআইর এক চাকরিজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ পরিসংখান বিভাগ যা হিসাব পেয়েছে তা তুলে ধরেছে। ফেঞ্চুগঞ্জে এ হিসাবের অনেক বেশি আক্রান্ত হয়েছেন। মারা ও গেছেন বেশি যার হিসাব আমরা পাইনি। অনেকে লোক জানাজানির ভয়ে এসব শোনাতে চাননা তাই এ হিসাবে আসেনি। আবার অনেকেই সিলেটে চিকিৎসা নিচ্ছেন সে হিসাব ও আমাদের এখানে যোগ হয়না।’
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প্রধান ডা. কামরুজ্জামান বলেন এক বছরের বেশি সময়ে যে স্যাম্পল পরীক্ষা হয়েছে তা যথেষ্ঠ নয়।মানুষের আর সচেতন হওয়া উচিৎ এবং আর বেশি করে পরীক্ষা করার প্রয়োজন বলে তিনি মনে করেন।
এস এ/ বি এন-০৬