গোয়াইনঘাট প্রতিনিধি
জুলাই ২৮, ২০২১
১২:১১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২১
১২:১১ পূর্বাহ্ন
করোনার সংক্রমণরোধে চলমান লকডাউনের ৫ম দিনে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের কঠোর ভূমিকা লক্ষ্য করা গেছে। লকডাউন বাস্তবায়ন ও মানুষ্কে সচেতন করতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের টহল জোরদার রয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে গোয়াইনঘাটের প্রধান প্রধান বাজারে মানুষের চলাচল বেড়েছে। বৃষ্টি ও অধিক তাপমাত্রার কারণে গত চারদিন বাইরে বের হতে দেখা যায়নি সাধারণ মানুষকে। তবে পঞ্চম দিনে অনেককে নানা অজুহাতে বাইরে বের হতে দেখা গেছে। দোকানপাট বন্ধ থাকলেও অনেককে শাটার বন্ধ করে বেচাকেনা করতে দেখা যায়।
মঙ্গলবার সকাল থেকে গোয়াইনঘাট থানার পুলিশ ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রসহ পুলিশের বেশ ক'টি টিম উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ'র নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা সদরের বিভিন্ন সড়কে করোনাভাইরাসরোধে সচেতনতামূলক হ্যান্ড মাইকিংসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করতে দেখা গেছে।
অপরদিকে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ ও সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গঠনের মাধ্যমে উপজেলার জাফলংয়ে মামার দোকান, রাধানগর, বারহাল, লাফনাউট, হাদারপার, তোয়াকুল, সালুটিকর, হাকুর বাজার, কোওরবাজার, বাংলাবাজার, ফতেহপুর বাজার ও বিন্নাকান্দি বাজারে পুলিশি টহল জোরদার ও সচেতনতামূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করতে দেখা গেছে।
এছাড়া উপজেলা সদর ও সদরের বাইরে বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট স্থাপন করে বাইরে বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায় পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, এতকিছুর পরও নানা অজুহাতে মানুষ বাইরে বের হচ্ছেন। তাদের মধ্যে মাস্ক ব্যবহারেও অনীহা দেখা গেছে। তবে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশ কাজ করছে।
গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে পুলিশ কার্যকরী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানার পুলিশ থানা এলাকায় নিয়মিত পুলিশি টহল ও সচেতনতামূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।
এমএম/আরআর-০৯