সিলেটে ৮ দিনে ৭৩ জনের মৃত্যু আক্রান্ত ৪ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক


জুলাই ৩১, ২০২১
০৫:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২১
০৫:১৬ পূর্বাহ্ন



সিলেটে ৮ দিনে ৭৩ জনের মৃত্যু আক্রান্ত ৪ হাজারের বেশি

সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দু-একদিনের বিরতি দিয়ে শাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। ঈদের পর গত ৮ দিনে বিভাগে চার হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই করোনায় মারা গেছেন ৭৩ জন। 

এদিকে বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ এবং মৃত্যু সবচেয়ে বেশি। গত ৮ দিনে বিভাগে যে সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার অর্ধেকেরও বেশি সিলেট জেলার। একইভাবে মারা যাওয়া ৭৩ জনের মধ্যে ৫৯ জনই সিলেট জেলার বাসিন্দা। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় প্রেরিত করোনার তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। 

অধিদপ্তর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার পরদিন ২২ জুলাই থেকে গতকাল ২৯ জুলাই পর্যন্ত ৮ দিনে বিভাগে ৪ হাজার ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ২০৮ জন, সুনামগঞ্জ জেলায় ৬৩৩ জন, হবিগঞ্জ জেলায় ৫১১ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

একইভাবে গত ৮ দিনে বিভাগে ৭৩ করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজার জেলায় ৬ জন এবং হবিগঞ্জ জেলায় ২জন মারা গেছেন।  

শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৬০ জন। নতুন শনাক্ত হওয়া ৬৬০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৩১৪ জনে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪ হাজার ২৬৪ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪৫২ জন, হবিগঞ্জে ৪ হাজার ৪০০ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ১৯৮ জন রয়েছেন। 

গত ২৪ ঘন্টায় শনাক্ত ৬৬০ জন রোগীর মধ্যে ৩৮৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৩০ জন, হবিগঞ্জের ৫৩ এবং ৯১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনকে নিয়ে বিভাগে ৬৬৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৩২ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৬ জন রয়েছেন। 

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট টেস্টের ৪০.৪৯ শতাংশই করোনা আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ৪২.৭৫ শতাংশ, সুনামগঞ্জে ৩২.৮৩ শতাংশ, হবিগঞ্জে ৪০.১৫  শতাংশ এবং মৌলভীবাজারের ৪৫.৭৩ শতাংশ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল পর্যন্ত) সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ জেলার ৪ জন, মৌলভীবাজারে ৬ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৯ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ৩৪ জন ভর্তি রয়েছেন। 

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২৪০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৪০ জন সুনামগঞ্জে, ১৯ জুন হবিগঞ্জে, ২৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯ হাজার ৯০৭ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৪১৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৬৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৫৭ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৫৮৩ জন ও ওসমানী হাসপাতালে ১৮৩ জন।

আরসি-০২