সন্ধ্যায় মারামারি, রাতে পুকুরে মিলল কিশোরের লাশ

বালাগঞ্জ প্রতিনিধি


জুলাই ৩১, ২০২১
১০:১০ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২১
১০:১০ অপরাহ্ন



সন্ধ্যায় মারামারি, রাতে পুকুরে মিলল কিশোরের লাশ

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রাম থেকে কামরুল ইসলাম নামের (১৫) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরুলের সঙ্গে একই গ্রামের কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডাকে কেন্দ্র করে কামরুলের পরিবারের লোকজন এবং ওই কিশোরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। গ্রামের লোকজন দুইপক্ষকে শান্ত করে ঘটনাটি আপসে নিষ্পত্তির উদ্যোগ নেন। এ ঘটনার পর থেকে কামরুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ৯টার দিকে গ্রামের ফজলু মিয়ার পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে বালাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে, কামরুলের মৃত্যুর ঘটনায় তার পরিবারের সদস্যরা প্রতিপক্ষ কিশোরদের দায়ী করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, কামরুলের বাবা নেই আর মা সৌদি আরবে থাকেন। যাদের সঙ্গে মারামারি হয়েছিল, লাশ উদ্ধারের পর ওই কিশোররা গ্রাম থেকে পালিয়ে গেছে। 

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে কামরুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য রাতেই লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 


এসএ/আরআর-০২