ফেঞ্চুগঞ্জে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিলেন প্রবাসী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০১, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিলেন প্রবাসী

যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী নিয়াজ এ. খানের পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, শিক্ষক নেতা মো. শহীদুজ্জামান ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সাইফুল আলম রাজ্জাক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সমাজকর্মী শাহিন আহমদ খান, কামাল আহমদ, জুলহাস আহমদ, পারভেজ আহমদ ও সাংবাদিক শহীদ আহমদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ মওদুদ আহমদ।

প্রধান অতিথি ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, করোনার সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। এখন সিলেটের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার টিকা নিন এবং টিকা নিতে উৎসাহিত করুন।

তিনি ফেঞ্চুগঞ্জ হাসপাতালে ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করায় দাতা নিয়াজ এ. খানকে আন্তরিক ধন্যবাদ জানান। সমাজের বিত্তশালী মানুষকে এই দুর্যোগকালে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি।

অন্যদিকে, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে আরেকটি অনুষ্ঠানে নিয়াজ এ. খানের পক্ষ থেকে দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করা হয়েছে। আবহ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে ওয়াহিদুল ইসলাম তরফদার এবং পাঠানটিলা এলাকার পক্ষে শাহিন আহমদ খান মেশিন দুটি গ্রহণ করেন।

এ সময় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, সিনিয়র সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, বাউলশিল্পী কালা মিয়া ও সমাজসেবী কামাল আহমদ উপস্থিত ছিলেন। উভয় অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ মওদুদ আহমদ।


এসএ/আরআর-০৬