ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০১, ২০২১
০৮:২৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২১
০৮:৩৬ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিদিন করোনা শনাক্তের হার বাড়ছে। এ উপজেলায় নতুন করে আরো ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার ( ১ আগষ্ট ) ফেঞ্চুগঞ্জ হাসপাতালের পরিসংখ্যান বিভাগ এ তথ্য পাওয়া যায়।
সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য ৩১ জনের স্যাম্পল সিলেটে পাঠানো হলে এর মধ্যে ২৫ জনের পজেটিভ রিপোর্ট আসে।
তার মধ্যে পুরুষ রোগী ১৫ জন এবং নারী রোগী ১০ জন। এছাড়া হাসপাতালে ৩ জনের (RT) র্যাপিড টেস্ট হলে ১ জনের পজেটিভ আসে। সব মিলিয়ে বুধবার এ হিসাব মতে, ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতাল বিভাগ আরো জানায়, করোনায় হাসপাতালের স্টাফ ও নার্স আক্রান্ত রয়েছেন। টেস্ট বাড়ালেই পজেটিভ রোগীর সংখ্যা বাড়তেই থাকবে।
হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।তাই সবাইকে টিকা নিতে হবে।সচেতন থাকতে হবে।তবেই করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।