বিয়ানীবাজার প্রতিনিধি
আগস্ট ০১, ২০২১
১০:২৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২১
১০:২৭ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, পঞ্চখণ্ড হরগোবিন্দ (পিএইচজি) সরকারি উচ্চবিদ্যালয় ও বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহিম আর নেই। রবিবার (১ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শিক্ষার্থী, সাংবাদিক ও শিক্ষক সহকর্মীসহ গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার (২ আগস্ট) সকাল ১১টায় পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।
আব্দুর রহিমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজিব ভট্টাচার্য্য, সহ-সভাপতি হাসান শাহরিয়ার, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল, সহ-সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, মাছুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপার আহমদসহ সাংবাদিক নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসএ/আরআর-০১