ফেঞ্চুগঞ্জে সুচনার মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০২, ২০২১
০৮:১২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২১
০৮:২০ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে সুচনার মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত

‘মাতৃদুগ্ধ দান সুরক্ষায়, সকলের সম্মিলিত দায়’ এ প্রতিপাদ্য নিয়ে (১-৭) আগষ্ঠ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষ্যে বাংলাদেশ সূচনা প্রকল্পের ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।আজ সোমবার(২ আগষ্ঠ) ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের একটি হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের প্রধান ডা. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সূচনার  নিউট্রশিন অফিসার ফেঞ্চুগঞ্জের রুপসানা আক্তারের সঞ্চালনায় এতে আর উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের মেডিকেল অফিসার ডা. মিঠুন দেবনাথ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, পরিবার পরিকলাপনা বিভাগের (এইচ আই) দূর্গেশ রঞ্জণ চৌধুরী, সাংবাদিক শহীদ আহমদ চৌধুরী, হাসপাতালের প্রধান হিসাব কর্মকর্তা কাজী আজাদ গনী, সেবিকা কোহিনুর বেগম ও সিলভিয়া মার্জি।

এছাড়া ও আর উপন্থিত ছিলেন বিমল চন্দ্র দাস, নিহার রঞ্জন পাল, অমল পুরকাস্হ,কাওসার মিয়া,বাবুল মিয়া,শাহানারা বেগম, সহ আর অনেক।

আয়োজকরা বলেন মহামারি করোনা ভাইরাসের কারনে ছোট্র পরিসরে এ আয়োজন করতে হয়েছে। আগমিতে করোনা কেটে গেলে বড় পরিসরে হবে।এছাড়া হাসপাতালে একটি ব্রেষ্ট ফিডিং কর্ণার চালু হয়েছে আজ।

পাশা পাশি প্রতিটি কমিনিউটি ক্লিনিকে ব্রেষ্ট ফিডং কর্ণার চাল করা হবে। এবং করোনা প্রতিরোধে  ভ্যাসকিন গ্রহনে উদ্ধুদ্ধ করতে সূচনার পক্ষ থেকে দুই দিন ব্যাপি মাইকিং করা হচ্ছে বলে জানান সূচনার কর্মকর্তা।

উলে্লখ্য যে ইউরোপিয় ইউনিয়ন ও ইউকে এইড এর আর্থিক সহায়তায় সেভ দ্য চিলড্রেন এর নেতৃত্ব হেলেনকেলার ইন্টারন্যাশনাল, ওয়াল্ডফিশ, আইডিই, আইসিডিআরবি এর কারিগরি সহায়তায় আরডিআর এস বাংলাদেশে  ২০১৭ সাল থেকে সূচনা ফেঞ্চুগঞ্জ  উপজেলায় অতিদরিদ্র জনগোষ্ঠী  মা ও শিশুদের অপুষ্টি দূরীকরণে কাজ করে যাচ্ছে সূচনা প্রকল্প।

এস সি/বি এন-০৪