ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ০২, ২০২১
১০:২১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২১
১২:৫১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বলাই শিমুল উত্তরপাড়া গ্রামের মাস্টার মিয়ার ছেলে। তিনি ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জা সহিদপুর গ্রামের আঙ্গুর আহমেদের বাড়িতে কাজ করতেন।
সোমবার (২ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মির্জা সহিদপুর গ্রামের আঙ্গুর আহমেদের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আব্দুল্লাহ পালানোর চেষ্টা করলে তাকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইউডি/আরআর-০৪