বায়োটেকনোলজি কুইজে প্রথম রানারআপ সিকৃবি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন



বায়োটেকনোলজি কুইজে প্রথম রানারআপ সিকৃবি

গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশী বায়োটেকনোলজিস্টস (GNOBB) এবং নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস বাংলাদেশ (NYBB) আয়োজিত প্রথম জাতীয় কুইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। 

গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের ১৭২টি দলের হয়ে ৩৪৪ জন প্রতিযোগী অংশ নেন। গতকাল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার চূড়ান্তপর্বে ঢাকা বিশ্বদ্যালয়ের দল DU_BMB _ARCHONS, সিলেট কৃষি বিশ্বিবদ্যালয়ের দল SAU_BGE_ZIGZAG, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল BSMRSTU_BGE_pBR322 অংশগ্রহণ করে। 

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহিয়া আহমেদ ও সাইফ মুকরামুন আরস জুটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ওয়াসিমা চৌধুরী ও অনিন্দিতা এস প্রমি প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানজিম ইশরাক রহমান ও মোহাম্মদ নাজমূল হাসান জুটি তৃতীয় স্থান অধিকার করেন।

আরসি-০১