জুলাইয়ে শনাক্ত বেড়েছে চারগুণ, মৃত্যু তিনগুণ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৩, ২০২১
০৪:৫২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৪:৫২ পূর্বাহ্ন



জুলাইয়ে শনাক্ত বেড়েছে চারগুণ, মৃত্যু তিনগুণ

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত গত জুলাইয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছেন সিলেটবাসী। বিভাগে এই মাসে ১৪ হাজার ৪৭১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ২২৪ জনের। আগের মাসের তুলনায় জুলাই মাসে শনাক্ত চারগুণ এবং মৃত্যু বেড়েছে তিনগুণের বেশি। 

এর আগে গত বছরের জুনে একমাসে সর্বোচ্চ ৩ হাজার ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর এ বছরের জুনে একমাসে সর্বোচ্চ ৬৯ জনের মৃত্যু দেখেছিল সিলেট। অর্থাৎ জুন থেকে জুলাইয়ে মৃত্যু বেড়েছে ৩ গুণের বেশি। আর এই সময় শনাক্ত বেড়েছে চারগুণের বেশি। জুনে বিভাগে ৩ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

জুলাইয়ে সিলেট জেলায় শনাক্ত হয়েছে ৮ হাজার ১৪২ জন, মৃত্যু হয়েছে ১৭০ জনের। এছাড়া সুনামগঞ্জে শনাক্ত এক হাজার ৭০৫ জন ও মৃত্যু ১৮ জনের, হবিগঞ্জে শনাক্ত দুই হাজার ৯০ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের এবং মৌলভীবাজার জেলায় জুলাইয়ে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৩৪ জন ও মৃত্যু হয়েছে ২৫ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে দুই হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করে ৯৯৬ জনের ফলাফল পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। সিলেট জেলায় ৯৭৫টি নমুনায় ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪০ দশমিক ৯২ শতাংশ। সুনামগঞ্জের ৪১২টি নমুনা পরীক্ষায় ১০৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ। হবিগঞ্জের ৭৯২টি নমুনায় ৩৫১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তর হার ৪৪ দশমিক ৩২ শতাংশ। আর মৌলভীবাজার জেলার ৩৮৭টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ১৮ শতাংশ। এর আগে গত ৩০ জুলাই একদিনে সর্বোচ্চ ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

গত বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল। ওই বছরের এপ্রিলে করোনা শনাক্ত হয় ১১০ জনের, মৃত্যু হয় তিনজনের। মে মাসে শনাক্ত ৯৩০ জন এবং মৃত্যু ১৬ জনের, জুনে শনাক্ত তিন হাজার ৫৭৪ জন, মৃত্যু ৫৮ জনের, জুলাইয়ে শনাক্ত তিন হাজার ৩০০ জন এবং মৃত্যু ৬৯ জনের, আগস্টে শনাক্ত দুই হাজার ৯৭৪ জন, মৃত্যু হয় ৪১ জনের, সেপ্টেম্বরে শনাক্ত এক হাজার ৭৮২ জন, মৃত্যু ৩১ জনের, অক্টোবরে শনাক্ত এক হাজার ৯ জন, মৃত্যু ১৩ জনের, নভেম্বরে শনাক্ত ৯৬৭ জন এবং মৃত্যু ১৩ জনের এবং ডিসেম্বরে শনাক্ত ৮৪৭ জন এবং মৃত্যু হয় ১৯ জনের। 

চলতি বছরের জানুয়ারিতে ৫০৯ জনের করোনা শনাক্ত হয় এবং মৃত্যু হয় ১২ জনের। ফেব্রুয়ারিতে শনাক্ত ৩০৩ জন, মৃত্যু হয় ৩ জনের, মার্চে শনাক্ত এক হাজার ১৮৬ জন, আর মৃত্যু হয় ১২ জনের, এপ্রিলে শনাক্ত হয় তিন হাজার ২০১ জন, আর মৃত্যু হয় ৬০ জনের, মে মাসে শনাক্ত হয় দুই হাজার ৪ জন, আর মৃত্যু হয় ৫৯ জনের। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন সিলেট এখন করোনা সংক্রমণের চূড়ায় রয়েছে। সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আগামীতে মৃত্যুও আরও বাড়তে পারে। 

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সিলেট মিররকে বলেন, ‘সিলেটে এখন সংক্রমণ একদম চূড়ায় রয়েছে। মনে হচ্ছে এর বেশি বাড়বে না। তবে মৃত্যু কিছুটা বাড়তে পারে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ 

এনএইচ/আরসি-০৩