নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৪, ২০২১
১২:১৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২১
১২:১৪ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাবটিতে ৩৭৬টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাব ইনচার্জ নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ৫৩ জন এবং মৌলভীবাজার জেলার ৯১ জন রয়েছেন।
বিএ-০৬