নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৪, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন
আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত গণটিকা কার্যক্রমে সিলেট মহানগর এলাকায় এক লাখ থেকে এক লাখ ২৫ হাজার লোককে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এজন্য ২৭ ওয়ার্ডে ৮১টিম কাজ করবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতি ওয়ার্ডে তিনটি করে বুথ থাকবে। প্রতি বুথে দুইজনের একটি ভ্যাকনেশন টিম এবং তিনজন স্বেচ্ছাসেবক কাজ করবে। সবমিলিয়ে ১৬২ স্বাস্থ্যকর্মী ও ২৪৩ স্বেচ্ছাসেবক গণটিকা কার্যক্রমে যুক্ত থাকবে।’
প্রতিটি টিম ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন টিকা দেবে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি বুথে নারী ও পুরুষের আলাদা সারি হবে। একটি ওয়ার্ডে দুটি কেন্দ্র হলেও তিনটি বুথ স্থাপন করা হবে। টিকা নিতে আগ্রহীরা জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে যাবেন। এ জন্য তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না।’
সিলেট নগরে অনলাইনে রেজিস্ট্রেশন করা ৪৪ হাজার নারী ও পুরুষ এখনও টিকার অপেক্ষায় আছেন। তারা এই গণটিকার আওতায় আসবেন কি না জানতে চাইলে সিসিকের এই কর্মকর্তা বলেন, ‘আমি চাই, এরা গণটিকা কার্যক্রমের আওতায় আসবে। তবে, সরকার থেকে এখনও সিদ্ধান্ত পাইনি।’
১৮ বছরের বেশি বয়স হলে যে কেউ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে টিকা নিতে পারবেন। তবে, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও এ ব্যাপারে কোনো নির্দেশনা আমরা পাইনি।’
জানা গেছে, সিলেট নগরে বর্তমানে দুটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। একটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, অপরটি পুলিশ লাইন হাসপাতাল। প্রতিদিন এই দুই কেন্দ্র দুই থেকে আড়াই হাজার লোককে টিকা দেওয়া হয়ে থাকে। যদিও, সরকারি নির্দেশ অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন দুই কেন্দ্রে সর্বোচ্চ দেড় হাজার লোককে টিকা দেওয়ার কথা। সম্প্রতি টিকা নিতে আগ্রহীর সংখ্যা বাড়ায় টিকা দেওয়ার সংখ্যাও বাড়িয়েছে সিসিক। গতকাল সোমবার সিলেট নগরের এই দুই কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন দুই হাজার ৩২০ জন।
তবুও গতকাল পর্যন্ত প্রায় ৪৪ হাজার রেজিস্ট্রশন করা লোক টিকার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন সিলেটের ৪৭ হাজার মানুষ। আর সব মিলিয়ে সিলেট সিটি করপোরেশন এলাকায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯৪ হাজার ১৭১ জন।
সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, সিলেট সিটি কর্পোরেশনে এক লাখ ৫৫ হাজার ৭১৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে সিটি করপোরেশন এলাকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬১ হাজার ৫৪৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ হাজার ৪৩৪ জন। দ্বিতীয় ডোজ নেওয়ার বাকি রয়েছেন আরও ১৪ হাজার ১১৩ জন।
সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন চার হাজার ৬৬৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার ৭৪০ জন। দ্বিতীয় ডোজ বাকি রয়েছে আরও দুই হাজার ৯২৫ জনের। মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৭ হাজার ৯৫৯ জন। তবে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া এখনও শুরু হয়নি।
বিএ-০৮