যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় গুলিবিদ্ধ হয়ে বিয়ানীবাজারের যুবক নিহত

বিয়ানীবাজার প্রতিনিধি


আগস্ট ০৫, ২০২১
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৫, ২০২১
০৭:১৭ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় গুলিবিদ্ধ হয়ে বিয়ানীবাজারের যুবক নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় অজ্ঞাত মুখোশধারী গুলিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের মোয়াজ্জেম হোসেন সাজু নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পেনসিলভানিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় এই ঘটনা ঘটে।

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভেনিয়া ইনক’র সভাপতি মাশুকুল ইসলাম খান জানান, নিহত যুবক সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের সামস উদ্দিনের ছেলে। সে পেনসিলভেনিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়ায় তার পরিবারের সাথে বসবাস করতো। 

তিনি আরো জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ ফিলাডেলফিয়ার রাস্তায় বন্ধুদের সঙ্গে ছিলেন মোয়াজ্জেম হোসেন সাজু। এসময় একজন মুখোশাধারী ছিনতাইকারী তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই পক্ষের মধ্য ধস্তাাধস্তির ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মোয়াজ্জেম হোসেন সাজুর মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। তার জানাজার নামাজ বৃহস্পতিবার যোহরের নামাজের পর পেনসিলভেনিয়ার নর্থইষ্ট ফিলেডেলফিয়া ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় ফিলাডেলফিয়া পুলিশ এখনো হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ সেই বন্দুকধারী কালো পোষাক ও মুখোশধারী ছিলেন বলে জানিয়েছে।

কমিউনিটির পরিচিত মুখ সামস উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন সাজুর এমন অকাল মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিনিউটিজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

সাজুর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে ভিড় করছেন স্বজনরা। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছাড়া নেমে এসছে। 

এস এ/বি এন-০২