ওসমানী হাসপাতালে ৪৫০ শয্যার করোনা ইউনিটের জন্য পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৫, ২০২১
০৯:৩০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৫, ২০২১
১০:১৪ অপরাহ্ন



ওসমানী হাসপাতালে ৪৫০ শয্যার করোনা ইউনিটের জন্য পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার
দ্রুত অক্সিজেন লাইন সংযোজনের তাগাদা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বর্হিবিভাগের ১০তলা ভবনের ৪র্থ ও ৫ম তলা করোনা ইউনিটের কাজ সম্পন্ন হয়ে আছে। সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন না হওয়ায় দীর্ঘদিন ধরে ৪৫০ শয্যার নতুন করোনা ইউনিট (আইসোলেশন সেন্টার) চালু করা যাচ্ছে না। এ অবস্থায় সংকট বিবেচনায় দ্রুত ব্যবস্থা নিতে   স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ডিও লেটার পাঠিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।

সিলেটের করোনা পরিস্থিতি ও চিকিৎসা সেবার অবস্থা জানার পর গতকাল বুধবার (৪ আগস্ট) এ ডিও লেটার দেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘সারা বাংলাদেশের ন্যায় অতি সম্প্রতি সিলেটেও করোনা মহামারি প্রকট আকার ধারণ করেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ ভবন উর্ধ্বমূখী সম্প্রসারণের মাধ্যমে ৩য় তলা থেকে ১০ তলায় উন্নিত করা হয়েছে। কিন্তু ভবনটিতে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন করা হয়নি।’ এতে বলা হয়,  ‘ভবনটির ৪র্থ ও ৫ম তলা করোনা আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত রয়েছে। দুই তলায় সাড়ে ৪শ’ শয্যা প্রস্তুত করা হয়েছে। কিন্তু কেবলমাত্র সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন না থাকায় আইসোলেশন সেন্টার চালু করা যাচ্ছে না ‘ পরিস্থিতির কথা উল্লেখ করে মহামারিকালে সিলেটের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ভবনটির ৪র্থ ও ৫ম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেন।


এএফ/০১