নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৬, ২০২১
০৬:৩২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২১
০৬:৩২ পূর্বাহ্ন
সিলেট বিভাগে আরও ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেটের তিনটি ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩২৯ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১৫৩ জন রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ইনচার্জ নূরনবি আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৪ জন এবং মৌলভীবাজার জেলার ১৪০ জন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের ফোকাল পারসন প্রেমানন্দ দাস জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০৩ জনের জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৭৯ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
এদিকে, গতকাল সিলেট বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে ৭৬টি নমুনায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. ফাতেমা ইয়াসমিন। এছাড়া বৃহস্পতিবার অ্যান্টিজেন পরীক্ষায় সিলেট জেলার আরও ৯ জন এবং সুনামগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪৩ হাজার ৪৬১ জন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ১২০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৫ হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৩০ জন।
বিভাগে এ পর্যন্ত ৩২ হাজার ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ১০৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬১৫ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৫৫ জন সুস্থ হয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।
বিভাগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪২ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন আছেন।
এনএইচ/আরসি-০৯