নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৬, ২০২১
১১:১৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২১
১১:২২ অপরাহ্ন
সপ্তাহব্যাপী গণটিকার সিদ্ধান্ত পরিবর্তন করে শুধুমাত্র আগামীকাল শনিবার ( ৭ আগস্ট) সারাদেশের ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ দিন সিলেট বিভাগে ২ লাখ ৩৫ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।
টিকা প্রদানের লক্ষ্যে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডসহ বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মোট ৪১৯টি কেন্দ্রে টিকা কেন্দ্র থাকবে। এজন্য এক হাজার ১৩৭টি বুথ প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদেরও প্রশিক্ষণ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট সিটি করপোরেশন এলাকায় মডার্না ও ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে। সিটি করপোরেশন এলাকায় প্রতিটি বুথে ৩০০ জনকে এবং ইউনিয়নের প্রতিটি বুথে একদিনে সর্বোচ্চ ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য তাদের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গণটিকা কার্যক্রম বাস্তবায়নে বিভাগের চার জেলায় ৪১৯টি কেন্দ্র স্থাপন করা হবে। বুথ থাকবে এক হাজার ১৩৭টি। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন।
জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় ১০০টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে তিনটি করে মোট ৩৮১টি বুথ থাকবে। শনিবারের জন্য সিটি করপোরেশন এলাকায় ২৪ হাজার ৩০০ ডোজ ও জেলায় ৬০ হাজার ডোজ টিকার মজুত রাখা হয়েছে।
সুনামগঞ্জে ৮৮টি ইউনিয়নে তিনটি করে ২৬৪টি বুথ ও পৌরসভায় ৯টি ওয়ার্ডে একটি করে বুথ থাকবে। সবমিলিয়ে মোট ২৭৩টি বুথ থাকবে। পৌরসভা ও ইউনিয়নে সিনোফার্মের টিকা দেওয়া হবে। প্রতি বুথের জন্য মোট ২০০ ডোজ করে ৫৪ হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ রাখা হয়েছে।
হবিগঞ্জে ৭৭টি ইউনিয়ন ও পৌরসভায় ৬টি ওয়ার্ডে মোট বুথ হবে ২৩৭টি। ২০০ ডোজ করে জেলায় মোট বরাদ্দ ৪৭ হাজার ৪০০ ডোজ। মৌলভীবাজারে একাধিক পৌরসভায় ৪৫টি ওয়ার্ডে একটি করে ৪৫টি বুথ স্থাপন করা হবে। ২০০ করে মোট বরাদ্দ ৯ হাজার ডোজ টিকা। এছাড়া জেলার ৬৭টি ইউনিয়নে তিনটি করে ২০১টি বুথ স্থাপন করা হবে। বরাদ্দ থাকবে ৪০ হাজার ২০০ ডোজ টিকা।
সবমিলিয়ে সিনোফার্মের ২ লাখ ১১ হাজার ২০০ ডোজ বরাদ্দ থাকবে। শুধু সিলেট মহানগরের জন্য মডার্নার ২৪ হাজার ৩০০ ডোজ টিকা বরাদ্দ রাখা হয়েছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আপাতত শুধু ৭ আগস্ট একদিন টিকা ক্যাম্পেইন হবে। যারা অগ্রীম রেজিস্ট্রেশন করেছেন কেবল তারাই টিকা পাবেন। পাশাপাশি নিয়মিত টিকা কার্যক্রম চলবে। তবে, ১৪ তারিখ থেকে পুনরায় গণটিকা ক্যাম্পেইন শুরু হতে পারে।’
জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে তিনটি করে বুথ স্থাপন করা হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি করপোরেশন। গত এক সপ্তাহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সিলেট সিটি করপেরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, তাদের যাবতীয় প্রস্তুতি রয়েছে। ২৭টি ওয়ার্ডে নারী ও পুরুষের জন্য আলাদা বুথ থাকবে। যারা আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কেবল তারাই টিকা দিতে পারবেন।
এসএইচ/আরসি-১৫