কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৭, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ থানার পুলিশের অভিযানে ৩৬ বোতল অফিসার্স চয়েজ ভারতীয় মদ ও ৩ বোতল বিয়ারসহ দুই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমানের নেতৃত্বে এসআই সুকোমল ভট্টাচার্য, এসআই এমরান ও সঙ্গীয় ফোর্স উপজেলার টুকেরগাঁও গাউছিয়া মার্কেটের পেছন থেকে ইসলামপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র মদ ব্যবসায়ী আহাদ আহমদকে (৩১) গ্রেপ্তার ও মদ উদ্ধার করেন।
অন্যদিকে, রাত ১টায় ভোলাগঞ্জ আদর্শ গুচ্ছগ্রাম থেকে জনৈক আফতাব আলীর বসতঘর সংলগ্ন টিনের তৈরি রান্নাঘরে অভিযান পরিচালনা করে ইকবাল আহমদকে (২০) ৩ বোতল ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ওসি (তদন্ত) মজিবুর রহমান চৌধুরী জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এমকে/আরআর-০৯