কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৭, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আগামীকাল শনিবার (৭ আগস্ট) সর্বনিম্ন ২৫ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হবে। এদিন অগ্রাধিকারের ভিত্তিতে ওয়ার্ড পর্যায়ে তালিকাভুক্তদের টিকা দেওয়া হবে। এছাড়া স্পট রেজিস্ট্রেশন করেও টিকা নেওয়া যাবে। উপজেলায় টিকা প্রদানে ৬টি বুথ প্রস্তুত করা হয়েছে। এসব বুথে এক দিনে ১ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হবে।
ইতোমধ্যে উপজেলায় টিকাদানের জন্য ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চবিদ্যালয় ও কলেজ, পূর্ব ইসলামপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ, তেলিখাল ইউনিয়নে দলইরগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইছাকলস ইউনিয়নে ইউনিয়ন পরিষদ, উত্তর রণিখাই ইউনিয়নে
কালাইরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে খাগাইল বাজার অস্থায়ী ইউনিয়ন পরিষদে বুথ প্রস্তুত করা হয়েছে।
প্রতিটি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একেকটি বুথে ২০০ জন করে ৬টি বুথে ১ হাজার ২০০ জনকে টিকা প্রদান করা হবে। টিকা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের দ্বারা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চীনের তৈরিকৃত সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হবে এসব বুথে।
২৫ বছরের ঊর্ধ্বে যে কোনো নারী-পুরুষ জাতীয় পরিচয়পত্র আনলেই রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন বলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন জানান, আগের ঘোষণায় ৭ আগস্ট থেকে ১৮ বছর বয়স পর্যন্ত গণটিকা প্রদানের কথা বলা হয়েছিল। কিন্তু সেটা একটু পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্তে ৭ আগস্ট ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। যদি কারও রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ভালো, আর না থাকলে স্পটে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার সুযোগ থাকবে। যদি কেউ পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন, তবে সেই টিকা কার্ড নিয়ে এলেই টিকা নিতে পারবেন।
এমকে/আরআর-১৫