মঞ্জুর হোসেনের মৃত্যু, নাদেলের শোক

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৭, ২০২১
০৬:৩৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২১
০৬:৩৬ পূর্বাহ্ন



মঞ্জুর হোসেনের মৃত্যু, নাদেলের শোক

শাহ্ খুররম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিআইডাব্লিউটিএ-এর সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী মঞ্জুর হোসেন চৌধুরী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। 

মঞ্জুর হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শাহ্ খুররম ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরসি-০৫