সিলেটে টিকা না পেয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৭, ২০২১
০৬:১৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন



সিলেটে টিকা না পেয়ে বিক্ষোভ

সিলেটে গণটিকা ক্যাম্পেইনে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় টিকাকেন্দ্রে টিকা না পেয়ে বিক্ষোভ করেন স্থানীয় সাধারণ মানুষ। এসময় তাদের মাঝে স্বাস্থ্যবিধির কোনো বালাই দেখা যায়নি।

সিলেটসহ সারাদেশে আজ শনিবার (৭ আগস্ট) থেকে টিকা ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের প্রথম দিন সিলেট সিটি করপোরেশনের ৮১টি কেন্দ্রে ছিল টিকা গ্রহীতাদের ভিড়। তবে দুপুরের দিকে নগরের ১৬ নম্বর ওয়ার্ডের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় টিকাকেন্দ্রে টিকা না পেয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। 

সরেজমিনে দুপুর ১২ টার দিকে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায় মানুষের দীর্ঘ লাইন। সারিবদ্ধ ভাবে মানুষজন টিকা নিচ্ছেন। এর মধ্যে সাড়ে ১২ টার দিকে টিকাকেন্দ্রে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। 

তারা অভিযোগ করে বলেন, সকাল ৮ টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর এখন তারা শুনতে পাচ্ছেন টিকাকার্ড শেষ হয়ে গেছে। তাই যারা টিকাকার্ড পাননি। তারা আজ টিকা নিতে পারবেন না।

নগরের জেলরোড এলাকার বাসিন্দা কামাল হোসেন  সিলেট মিররকে বলেন, 'সকাল সাড়ে আটটায় আমি টিকাকেন্দ্রে আসি। তবে দুপুর সাড়ে ১২ টার দিকে আমাদের বলা হচ্ছে টিকাকার্ড শেষ। যারা কার্ড পাননি তাদের আজ আর টিকা দেওয়া হবে না।'

সকাল ৯ টায় বাচ্চাকে কোলে করে টিকা নিতে আসেন তানিয়া বেগম। তিনি সিলেট মিররকে বলেন, 'সকাল ৯ টায় এখানে আসি টিকা দিতে। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন বলা হচ্ছে টিকাকার্ড শেষ। আজ আর টিকা পাব না।'

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রে ৩০০টি কার্ড ও ৩০০ ডোজ টিকা আছে। এর বেশি দেওয়া সম্ভব না। যারা আগে এসেছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। আর বিক্ষোভকারীরা বলছেন, যদি ৩০০ জনকেই একদিনে দেওয়া হবে। তাহলে ৩০০ জনকে ঢুকিয়ে গেইট বন্ধ করে দেওয়া হলো না কেন। কেন তাদের দীর্ঘক্ষণ লাইনে দাড় করিয়ে রাখা হলো। 

বিক্ষোভের খবর পেয়ে বেলা একটার দিকে কেন্দ্রে আসেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। এসময় তিনি কয়েকজন বিক্ষুব্ধ নারী ও পুরুষকে টিকাকার্ড প্রদান করেন। 

তিনি সিলেট মিররকে বলেন, 'আজ টিকা দেওয়ার জন্য আমাদেরকে সিসিক থেকে ৩০০ ডোজ টিকা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী টিকা ও টিকাকার্ড দেওয়া হচ্ছে। এর বেশি দেওয়া সম্ভব না।'

তিনি বলেন, 'যারা আজকে টিকা পাননি তাদের মন খারাপের কিছু নেই। আগামীকাল রবিবার এবং পরদিন সোমবার তারা এই কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। তবে যারা আগে আসবেন তারাই টিকা পাবেন।'


এ সংক্রান্ত ভিডিও প্রতিবেদন দেখুন-


এনএইচ/আরসি-১২/বিএ-০১