কানাইঘাটে এক দিনে টিকা নিলেন ৬ হাজার মানুষ

কানাইঘাট প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন



কানাইঘাটে এক দিনে টিকা নিলেন ৬ হাজার মানুষ

সারা দেশের মতো দিলেটের কানাইঘাটে করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মোট ২৭টি কেন্দ্রে এ গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডের বয়স্কদের তালিকা তৈরি করে প্রতিটি ওয়ার্ডে ২০০ জন করে গণটিকা কার্যক্রমের ১ম দিনে ২৭টি কেন্দ্রে ৬ হাজার মানুষকে তাদের জাতীয় পরিচয়পত্র দেখে করোনার টিকা প্রদান করা হয়। প্রতিটি কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীরা টিকা প্রদান করেন।

দিনব্যাপী গণটিকা কার্যক্রমের সার্বিক তদারকিসহ বেশ কয়েকটি টিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. অভিজিৎ শর্মা ও কানাইঘাট থানার ওসি মো. তাজুল ইসলাম পিপিএম।

প্রতিটি ইউনিয়নে টিকাদান কার্যক্রমের তদারকিতে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

গণটিকা কার্যক্রমের ১ম দিনে অনেকে টিকা নিতে তাদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে ভিড় করেন। এ সময় অনেকে টিকা না পেয়ে বিড়ম্বনার শিকার হন। পরবর্তীতে তাদের টিকা দেওয়া হবে বলে বুঝিয়ে বিদায় দেন টিকা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

জানা গেছে, ২৭টি টিকা কেন্দ্রে পূর্ব থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ২০০ জন করে বয়স্ক নারী-পুরুষের তালিকা তৈরি করে তাদের টিকা প্রদান করা হয়। যার কারণে অনেকে কেন্দ্রে এসে টিকা নিতে পারেননি।

কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের ফরিদ উদ্দিন সরকারি বিদ্যালয়ের টিকা কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত শর্মা স্থানীয় সাংবাদিকদের বলেন, গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। ১ম দিনে তালিকাভুক্তদের টিকা প্রদান করা হয়েছে এবং প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিস্ট্রেশন করে ২৫ উর্ধ্বরা টিকা নিতে পারবেন।

তিনি বলেন, গণটিকা কার্যক্রমের ১ম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৫০০ জন টিকা নিয়েছেন। ১৪ আগস্ট পরবর্তী গণটিকা কার্যক্রম আবার শুরু হবে এবং সবাইকে টিকার আওতায় আনা হবে।

২৫ উর্ধ্ব সবাইকে করোনার টিকা নিয়ে সুস্থ থাকার এবং সেই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।


এমআর/আরআর-১০