গোলাপগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
০৯:০২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
০৯:৫৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

 সিলেটের গোলাপগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও সূচনা র্কমসূচি আরডিআর এস বাংলাদেশের সহযোগিতায়  ১ থকেে ৭  আগস্ট সপ্তাহ ব্যাপি বিভিন্ন র্কমসূচী পালন করা হয়।

সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচীগুলোর মধ্যে ছিল সকল কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে দুগ্ধদানকারী মায়েদের  জন্য কাউন্সিলিং ও সেবা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সকল দুগ্ধদানকারী মায়েদের কাউন্সিলিং।

এছাড়া সাতদিনে ১১০০ দুগ্ধদানকারী মায়েদের  কাউন্সিলিং করা হয় এবং মাতৃদুগ্ধ দানে উদ্বুদ্ধকরণে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে অবগত করা হয়।

এর আগে গত ১ অগাস্ট মাতৃদুগ্ধ দান সুরক্ষায় সকলরে সম্মলিতি দায় এ স্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডা. সুর্দশন সেন র্কমসূচীর উদ্বোধন করেন।

আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থতি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার   ডা. শাহিনুর ইসলাম শাহিন, ডা. নওরীন আফরোজ, ডা. সালসাবিল সুহানা, ডা. নবিনদু চৌধুরী, সিনিয়র স্টাফ নার্স মৌসুমি আক্তার,  সূচনা র্কমসূচি আরডিআর এস গোলাপগঞ্জ  উপজলো নিউট্রেশন অফিসার মো. এনামুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাব এর সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ। 

এফ এম/বি এন-১২