জেলায় ৩য় বারের মতো শ্রেষ্ঠ সার্কেল প্রবাস কুমার সিংহ

গোয়াইনঘাট প্রতিনিধি


আগস্ট ০৮, ২০২১
০৯:১৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২১
০৯:১৯ অপরাহ্ন



জেলায় ৩য় বারের মতো শ্রেষ্ঠ সার্কেল প্রবাস কুমার সিংহ

সকল ক্যাটাগরিতে ৩য় বারের মতো সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার পেয়েছেন সিলেটের গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ। 

এছাড়াও পুরস্কার পেয়েছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান ও জেলার মধ্যে শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার এসআই অনুজ চক্রবর্তী ও বিশেষ পুরস্কার পেয়েছেন গোয়াইনঘাট থানার এএসআই দিবাস চন্দ্র দাস।

রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেয়া হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, দেশব্যাপী এই প্রথম অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধ পর্যালোচনায় আবারো টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

এই অর্জনের পিছনে উর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকিসহ থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে বলে তিনি জানান।

টিম গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রবাস কুমার সিংহ বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারে মনোনীত করার জন্য সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ উর্ধ্বতন সকল অফিসার মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।

এম এম/বি এন-১৩