বালাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৮, ২০২১
১১:২৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২১
১১:২৫ অপরাহ্ন
সন্তানের সঙ্গে প্রকৌশলী মো. মোশাররফ হোসেন
সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন (৪৪)। গুরুতর আহত হয়েছেন একই অফিসের চেইনম্যান রুবেল আহমদ।
শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালাগঞ্জ-তাজপুর সড়কের বোয়ালজুড় বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থল থেকে দ্রুত তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রকৌশলী মো. মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রকৌশলী মো. মোশাররফ হোসেন ও রুবেল আহমদ মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বোয়ালজুড় বাজারে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলের চালক প্রকৌশলী মো. মোশাররফ হোসেন মাথায় জোরালো আঘাত পেয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত প্রকৌশলী দিনাজপুর সদর উপজেলার ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার নিমনগর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। তার ৮ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে। তিনি প্রায় সাড়ে ৩ বছর যাবৎ বালাগঞ্জ উপজেলা এলজিইডি অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এই সময়ে সবাইকে আপন করে নিয়েছিলেন তিনি। অমায়িক ব্যবহারের অধিকারী এই প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যুতে তার সহকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ময়নাতদন্ত শেষে রবিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নিহতের ভাই কামাল হোসেন বলেন, আগামীকাল সোমবার (৯ আগস্ট) গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হবে। বালাগঞ্জের সর্বস্তরের মানুষ আমার ভাইকে খুব ভালোবাসতেন। তারা তাকে পরিবারের সদস্য হিসেবে দেখতেন। সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বালাগঞ্জ থানা সংলগ্ন নবীনগর জামে মসজিদের ইমাম কামরুল ইসলাম বলেন, প্রকৌশলী খুবই ভালো মনের আলেমভক্ত একজন মানুষ ছিলেন। দেখা হলেই সালাম দিতেন, কুশল বিনিময় করতেন। আল্লাহ তার এই বান্দাকে যেন বেহেস্ত নসিব করেন।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছিল সেটি জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
এসএ/আরআর-০৪