চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১০, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন



চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন। সোমবার (৯ আগস্ট) বেলা ১টায় সংগঠনটির জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এই দাবি জানানো হয়। 

রত্না বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর, ফেডারেশনের সন্দীপ রঞ্জন, রহিমা বেগম, অজিতা নায়েক, সবিতা, কলি, চামনি রায় প্রমুখ।

সভায় চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর বলেন, ‘দৈনিক মজুরি ১১৭ টাকা নির্ধারণ করে দেওয়া মজুরি বোর্ডের খসড়া সুপারিশের বিষয় অযৌক্তিক। দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করার জোর দাবি জানাই।’

আবু জাফর বলেন, ‘সিলেট অঞ্চলে চা শিল্পের ইতিহাস ১৭২ বছরের। অথচ চা-শ্রমিকদের দৈনিক মজুরি এখনও ১৭২ টাকা হয়নি। ন্যায্য মজুরি থেকে বঞ্চিত চা-শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের দাবি তুলেছিলেন। সে দাবির প্রেক্ষিতে ২০১৯ সালে মজুরি বোর্ড গঠিত হয়। মজুরি বোর্ড গঠনের পর চা-শ্রমিকেরা আশা করেছিলেন তাদের জীবনযাপনের ব্যয়, জীবনযাপনের মান পরিবর্তন হবে। কিন্তু ১ বছর ৮ মাস পর ১৪ জুন চা শ্রমিকদের দৈনিক মজুরি ১১৭ টাকা নির্ধারণের সুপারিশ করে নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য, জীবনযাপনের মানকে গুরুত্ব দেওয়া হয়নি, যা অগ্রহণযোগ্য।’

আরসি-০৩