কানাইঘাটে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

কানাইঘাট প্রতিনিধি


আগস্ট ১১, ২০২১
০৬:১৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২১
০৬:২৪ অপরাহ্ন



কানাইঘাটে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

কানাইঘাট   উপজেলা   স্বাস্থ্য   কমপ্লেক্সে   প্রথম ধাপে   যারা  করোনার   টিকা   নিয়েছেন তাদেরকে  দ্বিতীয় ডোজ( অ্যাস্ট্রাজেনেকার) টিকা প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন,  মঙ্গলবার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যারা করোনার প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে ২য় ডোজ করোনার টিকা প্রদান করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ টিকা নেওয়া যাবে। এরপর যারা ১ম ডোজ টিকা নিয়েছেন তারা বৃহস্পতিবারের পর থেকে কোন টিকা পাবেন না। বৃহস্পতিবারের পূর্বেই যারা প্রথম ধাপে এক ডোজ টিকা নিয়েছেন তাদেরকে দ্বিতীয় ডোজ নেওয়ার আহবান জানান।

এম আর/বি এন-০২