নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২১
০৬:২৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
০৬:২৩ অপরাহ্ন
করোনা মহামারি রোধে জারি করা কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ফলে আজ বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক রয়েছে জনজীবন। এই অবস্থায় পুরোনো চেহারায় ফিরেছে সিলেট নগর।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, সকাল থেকেই চলছে গণপরিবহনসহ সবধরনের যানবাহন। এ ছাড়া নগরে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। খুলেছে দোকানপাট ও অফিস-আদালত। গণপরিবহন চলছে পূর্বের ভাড়ায়।
এদিকে নগরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, সকালে দোকানের কর্মচারীরা দোকান পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করে।
তবে এসময় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, অফিস-আদালত ও গণপরিবহন পরিচালনা করার কথা থাকলেও বেশিরভাগ মানুষকে তা পালন করতে দেখা যায়নি।
এর আগে গত রবিবার (৮ আগস্ট) বিকালে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এনএইচ/বিএ-০৯